< গীতসংহিতা 121 >

1 আরোহনের গীত। আমি পর্বতদের দিকে চোখ তুলবো। কোথা থেকে আমার সাহায্য আসবে?
A SONG OF THE ASCENTS. I lift up my eyes to the hills, From where does my help come?
2 আমার সাহায্য সদাপ্রভুুর থেকে আসবে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন।
My help [is] from YHWH, Maker of the heavens and earth,
3 তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না; যিনি তোমায় রক্ষা করবেন তিনি ঘুমিয়ে পড়বেন না।
He does not permit your foot to be moved, He who is preserving you does not slumber.
4 দেখ, ইস্রায়েলের পালক, কখনো ঢুলে পড়েন না, ঘুমান না।
Behold, He does not slumber, nor sleep, He who is preserving Israel.
5 সদাপ্রভুুই তোমার পালক; সদাপ্রভুু তোমার ছায়া, তোমার ডান হাত।
YHWH [is] He who is preserving you, YHWH [is] your shade on your right hand,
6 সূর্য্য তোমাকে দিনের ক্ষতি করবে না, রাতে চাঁদও না।
By day the sun does not strike you, Nor the moon by night.
7 সদাপ্রভুু তোমাকে সব মন্দ থেকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।
YHWH preserves you from all evil, He preserves your soul.
8 সদাপ্রভুু রক্ষা করবেন তোমাকে তোমার সব কাজেতে এখন থেকে চিরকাল পর্যন্ত।
YHWH preserves your going out and your coming in, From now on—even for all time!

< গীতসংহিতা 121 >